শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
মোরেলগঞ্জে লাখো ভক্তের পদচারনায় মুখরিত গোপাল চাঁদ মেলা, স্নান উৎসব মোরেলগঞ্জ প্রেমের সম্পর্কে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মোরেলগঞ্জে ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল… সাতক্ষীরায় রাইফেল ক্লাবে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। খেতেরপাড়া লৌহজংয়ে রহস্যজনক হত্যাকান্ড : গ্রাম্য চিকিৎসক মিঠু হাসানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যযন্ত্রের অভিযোগ, ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, চন্দনাইশ প্রেসক্লাবের আহবায়ক গঠন  মাও. মোজাহেরুল কাদের আহবায়ক, সৈকত দাশ ইমন সদস্য সচিব কাজী মনিরের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ বস্ত্র বিতরণ সাতক্ষীরায় তাঁতীদলের আয়োজনে দোয়া অনুষ্ঠান ও গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত কন্যাশিশু উদ্ধার

শরণখোলায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে পা বিচ্ছিন্ন,জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ শাহীন হাওলাদারবা: বাগেরহাটের শরণখোলায় শনিবার (১৩ জানুয়ারি) সকালে বিচারের দাবিতে শরণখোলা গ্রামে মানববন্ধন করেছেন শত শত নারী ও পুরুষ। গত ৩১ ডিসেম্বর রাতে জমা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একটি পা বিচ্ছিন্ন সহ গুরুতর জখম হয় এমাদুল হক খান। এ ঘটনায় তার ভাই রিয়াদুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে শরণখোলা থানায়।হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা মামলার আসামিদের জামিনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এমাদুলের মা বোন ও স্থানীয় ইউপি সদস্য সহ শত শত নারী পুরুষ মোস্তফা খান,তার জামাতা রহমান সহ জড়িতদের বিচারের দাবিতে শনিবার সকাল ১১ টায় শরণখোলা গ্রামে তাদের বাড়ির সামনে মানববন্ধন করেছেন।

জানা গেছে মামলার তিন আসামী জেলহাজতে ও দুইজন জামিনে রয়েছেন।শরণখোলা থানায় দায়েরকৃত মামলা ও মানববন্ধনে ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, শরণখোলা গ্রামের এমাদুল খানের সাথে প্রতিবেশী আব্দুর রহমান হাওলাদার, সরোয়ার হাওলাদার গংদের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা ও শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত ৩১ ডিসেম্বর রাতে আব্দুর রহমান ও সরোয়ার এবং তাদের সঙ্গীয় লোকজন এমাদুল খান কে বাড়ির সামনে রাস্তায় কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর জখম হওয়া এমাদুল খান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার একটি পা কেটে ফেলা হয়েছে।এই ঘটনায় গত ১জানুয়ারি শরণখোলা থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। প্রধান আসামি রহমান হাওলাদারসহ তিনজন বাগেরহাট জেল হাজতে রয়েছেন। এজাহার নামীয় অপর দুই আসামি হেলাল খা ও মোস্তফা খা জামিনে বাড়িতে এসে মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে।মামলার বাদী মোঃ রিয়াদুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই এমাদুল খানকে কুপিয়ে জখম করার আসামি হেলাল খান ও মোস্তফা খান বাগেরহাট আদালত থেকে জামিনে বাড়িতে এসে মামলা তুলে আনার জন্য হুমকি দিচ্ছে এমনকি সাক্ষীদের সাক্ষী না দেওয়ার জন্য ভয় ভীতি দেখাচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু মুন্সী জানায়, মোস্তফা খান, তার ভাইয়েরা ও তার জামাই অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির লোক তাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধ করার আরো অভিযোগ রয়েছে। তারা প্রতিনিয়ত ওই পরিবারটিকে হুমকি দিয়ে আসছে তাই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এইচ,এম কামরুজ্জামান বলেন, জামিনে ছাড়া পেয়ে আসামিরা ভয়ভীতি প্রদর্শন করেছে বিষয়টি তিনি জানেন না। তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *