বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
এখনো ষড়যন্ত্র থেমে নেই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর বিরুদ্বে বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত এখনো ষড়যন্ত্র থেমে নেই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর বিরুদ্বে জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় – আমিনুল হক ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ মৎস্য ঘেরে ভাসছিল মুখে স্কচটেপ প্যাঁচানো যুবকের মরদেহ  এস কে শফিকুল ইসলাম তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে, নেতাকর্মীদের প্রতি- আমিনুল হক মোরেলগঞ্জে যুবলীগ নেতা এমদাদুল মুন্সী গ্রেফতার মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের  প্রশিক্ষণার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন পানি নেই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সাতক্ষীরায় বিএনপির নবগঠিত জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে কাজী আলাউদ্দিন, প্রফেসর ডাঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও সদস্য আব্দুল আলীম চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য মৃণাল কান্তি রায়, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যবৃন্দ।

উক্ত সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত সমূহঃ

১) ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে সকল ওয়ার্ডের প্রাথমিক সদস্য তালিকা বা, কাউন্সিলর প‍্যানেল (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১৫০ জন ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১০০ জন) তৈরি করতে হবে।

২) ৭ মে ২০২৫ তারিখের মধ‍্যে সকল ওয়ার্ড সম্মেলন শেষে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে ৭১ সদস্য ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে ৫১ সদস‍্য বিশিষ্ট) গঠন করতে হবে।

৩) ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে ইউনিয়ন সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করতে হবে
এ সময়ের মধ্যে পৌর সম্মেলন সমাপ্ত করতে হবে।

৪) ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষ করতে হবে।

৫। দলীয় আদর্শচ‍্যুত ব‍্যক্তি (“নৌকা” প্রতিকের নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণকারী, রাজনৈতিকভাবে ১৫ই আগস্ট যারা পালন করেছেন, চিহ্নিত মাদক ব‍্যবসায়ী ইত‍্যাদি) বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *