শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ
বাগেরহাটের শরনখোলা উপজেলা বিএনপির আহবায়ক জনাব খাঁন মতিয়ার রহমান কে নিয়ে দলের মধ্যে বিব্রত কর পরিস্থিতি তৈরি হয়েছে।
অনুসন্ধানে জানা যায় দেশে উপজেলা পরিষদ নির্বাচন চলছে তার তৃতীয় পর্যায়ে বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা পরিষদ নির্বাচন ২৯/৫/২০২৪ইং তারিখে অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করেছেন। কিন্তু বিএনপির আহবায়কের দায়িত্বে থেকে নির্বাচনে আওয়ামিলীগ এর প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনা করার কারনে বিএনপির সাধারণ কর্মী,ও ভোটারদের মধ্য বিভ্রান্তির সৃস্টি হয়েছে। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে ঘুরে জানা যায় শরনখোলা উপজেলার চারটি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নের কোন না কোন বিএনপির কর্মীকে মুঠোফোন আহবায়ক খাঁন মতিয়ার রহমান নির্বাচনের পক্ষে ভোট প্রদানের জন্য উৎসাহিত করছেন, এমন কি নিজ বাড়ীতে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে সভাকরার প্রমান পাওয়া গেছে।
এ বিষয় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া সুজন বলেন বিএনপির আহবায়ক খাঁন মতিয়ার এর নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়া র ঘটনা সঠিক আমরা শুনেছি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘুরে বেড়াচ্ছে।
শরনখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি এবং স্থানীয় বিএনপির নেতা কর্মীরা আহবায়কের এ হেন কর্মকাণ্ডের অভিযোগ করেছেন আমি যাছাই বাছাই করেছি তাতে সত্যতার প্রমান পাওয়া গেছে।
তাই আহবায়কের এ কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুগ্ম আহবায়ক ডাঃ শফিকুল ইসলাম বাবুল,যুগ্ম আহবায়ক জনাব ফজলুল হক তালুকদার,যুগ্ম আহবায়ক জনাব আব্দুস সবুর আকন,যুগ্ম আহবায়ক,মনজুরুল করিম এনায়েত,যুগ্ম আহবায়ক জনাব নাজমুল আহসান শিমুল গাজী, বিএনপি নেতা জনাব, আসাদুজ্জামান আসাদ তালুকদার ও বিএনপি নেতা জনাব ডাঃ হুমায়ুন কবির।
মুঠোফোন বক্তব্য নেওয়া জন্য খাঁন মতিয়ার এর সাথে যোগাযোগ করার চেস্টা করে পাওয়া যায়নি।