শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
নার্গিস রুবি :
রাজধানীর আফতাবনগর এলাকায় নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ১টি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবনের নকশার ব্যত্যয়কৃত কিছু অংশ ভেঙে ফেলা হয়।
প্রতিবাদ (৪ এপ্রিল ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ।
তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে এটি রাজউকের একটি চলমান কার্যক্রম । সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ আওতাধীন আফতাবনগর এলাকার বাড়ি নং -৫৩ রোড নং-১ সেকশন -২ ব্লক – এইচ নকশার ব্যত্যয়কৃত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণসহ এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ৩০ দিনের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, আজকের মোবাইল কোর্ট ১টি ভবন উচ্ছেদ করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করে রাজউককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন ৪/১ অথরাইজড অফিসার প্রকৌশলী ইমরুল হাসান ইমারত পরিদর্শক – ইমরান সহ আরো অনেকে।