বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য ঘের থেকে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় হাসান শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে। তিনি একজন পেশাদার ভ্যানশ্রমিক ছিলেন।
জানা যায়, তেঁতুলবাড়িয়া বাজারের কাছে তাফালবাড়ি এলাকায় একটি মৎস্য ঘেরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ওসি রাজিব আল রশিদ বলেন, আজ সকালে তেতুলবাড়িয়া বাজারের কাছে তাফালবাড়ি এলাকার এক মৎস্য ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখমন্ডলে স্কচটেপ প্যাঁচানো রয়েছে। তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।