শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোরেলগঞ্জে লাখো ভক্তের পদচারনায় মুখরিত গোপাল চাঁদ মেলা, স্নান উৎসব মোরেলগঞ্জ প্রেমের সম্পর্কে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মোরেলগঞ্জে ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল… সাতক্ষীরায় রাইফেল ক্লাবে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। খেতেরপাড়া লৌহজংয়ে রহস্যজনক হত্যাকান্ড : গ্রাম্য চিকিৎসক মিঠু হাসানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যযন্ত্রের অভিযোগ, ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, চন্দনাইশ প্রেসক্লাবের আহবায়ক গঠন  মাও. মোজাহেরুল কাদের আহবায়ক, সৈকত দাশ ইমন সদস্য সচিব কাজী মনিরের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ বস্ত্র বিতরণ সাতক্ষীরায় তাঁতীদলের আয়োজনে দোয়া অনুষ্ঠান ও গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত কন্যাশিশু উদ্ধার

বাংলাদেশ প্রবাস স্বাধীতা কল্যাণ পরিষদের ৯ দফা দাবি

মোহাম্মদ আরমান চৌধুরী//ইউ এ ই প্রতিনিধি:

প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনাসহ প্রবাসীদের বিভিন্ন সঙ্কট উত্তরণের ৯ দফা দাবি জানিয়েছেন, বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।

জীবন-জীবিকাসহ নানা কারণ আর প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। প্রিয় মাতৃভূমি ছেড়ে কোটি -কোটি বাংলাদেশি এখন প্রবাসী জীবন-যাপন করছেন। প্রবাসীদের সমস্যা ও সমাধানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের সমস্যা ও সমাধানের লক্ষে প্রবাসীদের মৌলিক ৯ দফা দাবি উর্থাপন করেছেন, বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।প্রবাসে জীবন-যাপন রক্তক্ষরণের মতো বিষয়, প্রবাসীরা সেই তীব্র ব্যথাকে উপেক্ষা করে প্রবাসী জীবন-যাপন করার পাশাপাশি নানাভাবে নিজ নিজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রকে সহযোগিতা করছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা আজ দেশে-প্রবাসে নানা সমস্যায় জড়িত। প্রবাসীদের পাঠানো অর্থ আবার বিদেশে পাচার হয়ে যাচ্ছে অথচ তার কোন প্রতিকার বা বিচার নেই।প্রবাসীরদের ৯ দফা দাবি মেনে নিতে হবে আহবান করেন বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদের আহবায়ক প্রবাসী আরিফ হোসেন কনক।প্রবাসী সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।

বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ ৯ দফা দাবিগুলো হচ্ছে:

১. প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে ১০০%

২. এয়ারপোর্টতে VIP সম্মান দিতে হবে ১০০%

৩. বিমানে টিকেট দাম কমিয়ে আনতে হবে ১০০%

৪. প্রবাসীর ফ্যামেলীর নিরাপত্তা দিতে হবে ১০০%

5. ১২ বৎসর পর অবসরে দেশে ফিরলে অবসর ভাতা দিতে হবে।

৬, সকল প্রবাসীকে “প্রবাসী” স্মার্ট কার্ড প্রদান করতে হবে।

৭. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্হা করতে হবে ।

৮. সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।

৯. শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে ঝৃণ দিতে হবে।

বিশেষ করে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র,ন্যাশনাল আইডি কার্ড প্রদান,প্রবাসীদের বিনিয়োগ,
প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কাজ করে যাবে। একই সাথে ২০২৪ সালের আগষ্ট মাসে যে সকল প্রবাসী স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে ছিলেন, তাদেরকে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দেন বাংলাদেশ প্রবাস স্বাধীনতা কল্যাণ পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *